হাইপার ক্যাজ্যুয়াল গেম দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

৩১ অক্টোবর, ২০২০ ২০:৪১  
প্রযুক্তি খাতের ৬৪টি বৈচিত্রময় বিষয় নিয়ে দেশের ৬৪টি জেলাকেই ডেডিকেট করে চলছে অনলাইন লাইভ ক্যারিয়ার সম্মেলন।  ৩০টি দেশের ৫০০ আলোচকদের অংশগ্রহণে চলমান এই সম্মেলনের মাধ্যমে দীর্ঘতম অনলাইন সম্মেলনের ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। সম্মেলনের ১৯তম দিনে শনিবার অনুষ্ঠিত হলো গেমিং খাতের ক্যারিয়ার বিষয়ক সম্মেলন। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাইজ অ্যাপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক। গেমিং শিল্পে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে নিয়ে যেতে হলে কেবল মেয়াদী প্রশিক্ষণ নয়, বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে গেমিং বিষয় অন্তর্ভূক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। রেজাউল হাসান ইভানের সঞ্চালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদ, গেম ডেভেলপার দিপন দেবনাথ দ্বীপ ও মোহাইমিনুর রহমান নিক্সন। আলোচনায় বক্তারা জানান,  হাইপার ক্যাজ্যুয়াল গেম দিয়ে সংখ্যার অনুপাতে ভারতের চেয়ে গেমিং ডেভেলপারে এগিয়ে আছে বাংলাদেশ। দিন দিন এই খাত সমৃদ্ধ হচ্ছে। তবে কোম্পানির চেয়ে ব্যক্তিগত উদ্যোগেই চলছে জোরে শোরে। আর তাই শিক্ষানবিশ গেমডেপালপারদের মধ্যে ৯০ শতাংশই চাকরি পাচ্ছেন অনায়াসে। সভা শেষে অনুষ্ঠিত হয় অনলাইন স্পিনিং কুইজ।